জননী মরেছে বাবা যে আবার,
জননী এনেছে ঘরে।
ছোট দুটি ছেলে ডুকরে কেঁদেছে,
ভুলা সৃত্মি মনে করে।
কত যে আদর করতো জননী,
ছেলে দুটি কেঁদে বলে,
পথে পথে ফির খুজিতো দিবসে,
ফিরে যেতে দেরি হলে।
ছ মাস হয়েছে মরেছো মা তুমি,
বাবতো করেছে বিয়া।
মাগো তুমি নাই মোরা অনাদরে,
কেমনে ধরিবো হিয়া।
সতিনের ছেলে পাইনি তো আর,
তব মতো ভালোবাসা,
ফুটিতে বিনাশে ধরাসায়ী হয়,
ছোট ছোট কতো আশা।
কত যে বলেছি আমরা তোমার,
মরা সতীনের ছেলে।
শুনেও শুনেনী দেয়নি তো আর,
আধারে দেয় যে ঠেলে।
তুমি নাই মাগো বাবা ও যে আর,
বাসেনা তেমন ভালো।
ভাইয়া কে ধরে মেরেছে দেখেছি,
বিনা অপরাধে কালও।
ওগো মা তুমি ফিরে এসো আর,
দিয়ে যাও ভালোবাসা।
আর কটা দিন যায় বেঁচে  মা,
পেয়ে কিছু আলো আশা।
হাতেতে যদিও না মারে ও বেটী,
কত যে মারিত ভাতে,
দুধের দোনাটি ওপরে রাখে সে,
দেয়না দু ফুটা পাতে।
তুমি যে কাতাটি সেলাই  করেছো,
পরিতে দেয়নি মোরে,
বলে কিনা তার দিদি বানিয়েছে,
তোরা থাক বেশ দূরে।
মাগো তুমি এসো নিয়ে যাও ঐ,
তব মত কালো ঘরে,
রবনা আধারে বেঁচে আর মোরা,
না পাওয়া ভুবন চরে।