বাবা তোমার কষ্ট গুলো কেউ বুঝে না,
অভিযোগের অনেক বুঝা তোলে মাথায়,
চলছো একা পথে,
দিব্যি আপন রথে,
মায়ের ভাইএর বোনের চাওয়া নিয়ে,
কাষ্ঠ হয়ে পুড়াও নিজেকে  নিজে।
তোমার ছেড়া জামা গায়ে,
কাঁদে ছেরা জুতু পায়ে।
বাবা তোমি কষ্ট গুলো বুকের মাঝে রেখে,
একটু সুখে তিব্র ব্যাথায় নিত্য যাও যে হেসে।
মোরা একটু চিন্তা করে,
বাবা বেচে নাকি মরে,
ভাবিনা তো তোমার নাওয়া খাওয়া  ব্যাধি
আর্তনাদের নদী বয়ে যায়তোমার নিরবধি।
বাবা সংসারে সুখ এনে,
পরে আছে নির্জনে।
ছেলে মেয়েরা কেউ যে আসেনা কাছে,
ওদের অট্রালিকায় কতই না সুখ আছে।

বাবা মনের দুঃখ নিয়ে,
ভাবে প্রাপ্তি  সুখের বিয়ে,
বেলা অবেলার হিসাব কষে  নিয়ে
প্রাপ্তিরা রা সব যাচ্ছে বিদায় দিয়ে,
বাবা চলে যাওয়ার পরে,
আবার সবাই ফিরি ঘরে,
রেখে যাওয়া ধন ভাগ করি সবে মিলে
কোন জমিটা  ভাল হবে কারেদিলে।
বাবা আন্ধারে ঐ ঘরে,
আছে কেমন করে পরে,
আমরা এখন ভুলে গেছি সব সৃত্মি,
বাবাটার প্রতি ছলনার  প্রেম প্রিতি।
বাবা স্বপ্নেতে ডেকে যায়,
জেগে ভাবি কিছু নাই,
বাবা যে এসেছে স্বপ্ন দেখাতে সুখে,
মোর বাছাদের  কতটা রেখেছি বুকে।
বাবার কাধে নেই কোন বোঝা,
ঘুমিয়ে কেবলই সোজা।
ওপারে থেকে বাবা যে মোদের তরে,
মনে হয় আজ কতনা দোয়া করে।