এই আমাদের গ্রাম
ফরহাদ
বাংলা মায়ের  স্বপ্ন ভূমি,
এই আমাদের গ্রাম।
সরল মনের কত মানুষে,
ভরা আছে শত প্রাণ।
কেউতো সুখে রয় না একা,
কেউ করে না কষ্ট।
বিনয় দিয়ে মানুষ গড়ে,
স্বপ্ন হয়না নষ্ট।
সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে,
গল্প  মেলা বসে।
মন থেকে প্রেম উৎলে ওঠে,
ভরে মধুর রসে।
সহজ সরল মানুষ গুলো,
দেখেই লাগে ভালো।
অন্ধকারেও হঠাৎ করে,
পায় যেন এক আলো।
সারাটি ভুবনে আমাদের গ্রাম,
তুলে ধরি কত সুখে।
সারা জীবনের যত সুখ লভি,
তৃষিত ব্যাপ্ত বুকে।