মাগো তোমার ঝণ যদি চায় সুদি,
ভুল হবে সে কথা।
তোমার মত আমার সুখে সইতে পারে,
আর কে সকল ব্যাথা।
তুমি না খেয়ে তাই খাবার টুকু নিজে,
যত্ন করে রাখতে আমার তরে।
আমায় পেটটি পুরে খাইয়ে মাগো নিজে,
কতই শান্তি পেতে পরাণ ভরে।
সন্ধ্যে বেলা ফিরতে দেরি হয় যদি মা,
তুমি পথটি থাকো চেয়ে।
চোখের জলে যায় ভেসে মা তোমার,
অভিমানে গন্ড দুটো নেয়ে।
তোমার মত কেউ না এমন  করে
ডাকে আদর  মাখা সুরে।
নামাজ পরে যায়নামাজে বসে  ধ্যানে,
হাটটি  তোলে এমন দোয়া করে।
কেউতো এমন নেয়নি খবর খুজে,
মা তোমিই শুধু বলো।
তোমার মত আর কেউ এমন করে,
বলে না তো পথটি দেখে চলো।
মা তোমার কাছে আমার মতো  ঝণি,
ভুবন তলে আর তো কেহ নাই।
মাগো নরক নিয়ে স্বর্গ  তোমায় দিলেও,
সিন্ধু সম ঝণ না সুদা  যায়।