আকাশে তো আর রাখিনি  মোদের,
বিজয়ের ইতিহাস।
জাতিতে  আমরা বীর বাঙালি,
পরাজিত করি ত্রাস।
আকাশে বাতাসে সাগরে শশানে,
পথ চলি অবিচল।
সব হারালেও হার মানিনা কো,
ঝরে ছিরি না কো পাল।
লাখো শহীদের প্রাণের  বদলে,
একটি বিজয় গাথা।
ছেলে হারা মা, ভাই হারা বোন,
অশ্রু সজলে আকা।
বিরহী সখিনা স্বামী সুখ ভুলে,
ত্যাগেছিলো যত প্রেম,
বিজয়ের  দিনে অশ্রুতে নয়,
উল্লাসে  রয় ধ্যান।
হারাধন নাগ পুত্র শোকেতে,
হারা হয়ে গেলো দিশে।
অবশেষে প্রান ফিরে পেলো দান,
বিজয়ের উল্লাসে।
দামাল ছেলেরা এনেছে বিজয়,
এনেছে পতাকা দেশ।
মোরা আজ বড় সুখে আছি যে,
হাজারো বেদনা শেষ।