বিখারীর মতো বিখ মাগি আর
নিরাশা কুড়ায় পথে।
বেদনা বালে টিকা আকি  আর,
হেটে চলি নিজ রথে।
কাটার কাননে ফুল তুলি  সদা,
আন্ধারে গাথি মালা।
রজনী বিভাগ করি কত ভাগে,
দ্বিপহর  নিশি বেলা।
আকাশে জমায়ে বেদনার জল,
মেঘে মেঘে  ঘষে বৃষ্টি।
দোয়ারে  বেড়ায় এ গান শুনাতে,
জীবনের অনা সৃষ্টি।
বার বার আসি গাথা মালা নিয়ে,
অবহেলার এই বনে।
সবাই সবারে হাঁসি গানে রেখে,
আমি  পরে আছি কোনে।
আদরে গেঁথেছি এ মালিকা কেউ,
দেখেনি দু চোখ মেলে।
বিরহের ব্যাথা সুদলো না কেউ,
মনের আখিটি মেলে।
হাড়ায়ে হাড়ায়ে  পাপড়ি শুকিয়ে,
হাতে বাধা সুতু  খালি।
সুখেরো বিহনে মধু বনে আমি,
পেয়েছি শুধুই কালি