কিছু মানুষের মায়া মমতা,
জীবন বাচঁতে পারে।
কিছু মানুষের কিছু কিছু কথা,
শুনে ভালো লাগা বাড়ে।
কিছু মানুষের ব্যবহারে  যেন,
মুগ্ধতা মাখা থাকে।
অন্ধকারে ডুবে যাওয়া সবই,
আলো পেয়ে যেন দেখে।
কিছু মানুষের প্রেরণার কথা,
সৃত্মি হয়ে থাকে মনে।
নিরাশা যখন বাসা বাধে এসে,
সে কথা ভুলে সে ক্ষনে।
একটু কথায় ফিরে ওঠে প্রাণ,
তিশিত মনের জল।
আশারা কত যে সারা দিয়ে যায়,
ফুটে দিতে  উৎপল।
সাদা মনের এই মানুষ গুলো,
পৃথীবির বুকে আসে।
গৃনীত কতক মানুষেরে যেনো,
এমনই তে ভালো বাসে।