তোমার দোয়ারে শীত এসে গেলো,
আমি হেমন্তে সুখী।
অনুভুতি গুলো সৃত্মি ঝরে ঝরে,
রং নিল বহুরুপী।
বেদনার জল বুকে ধরে রেখে,
আলেয়ারে সাথী করে।
স্বপ্ন বিহনে মরু চরে সদা
বার বার আসি ফিরে।
তুমি কোয়াশার চাদর জরায়ে,
সোনা রোদ পোহ গায়ে।
আমি হেমন্তে সবুজের দেশে,
হাটি মৃদু মৃদু পায়ে
শীতের কুয়াশা কেটে গেলো দূরে,
এলো বসন্ত চলে।
আমি আজও আছি মৃদু সুখনিয়ে,
বেদনার জলে জলে।
বাহিরে বিলাষে রঙিন স্বপনে,
ভিতরে মেঘের কালো
তোমি বসন্তে মনের অজান্তে,
আশু গৃহে জ্বালো আলো

কতনা যতনে সৃত্মিরা বুকেতে,
আশা নিয়ে অাছে জেগে।
আখি জরা জল ছলনার আভাসে,
বেদনা যায় একে একে।
মন হারা ব্যাথা কলমের মতো,
কাগজের বুকে লিখে।
হারা সুখ সৃত্মি মনে মনে যবে,
কবিতার মতো শিখে।
আজই বসন্ত বিদায় নিয়েছে,
পালা বদলের খেলা।
আমার একূলে  কুকিল ডেকেছে,
মন ডালে সারা বেলা।