আমরা তো ভাই উড়ে এসে,
দূরে বসা  এক পাখি।
উড়িয়ে দিবে ঠুকরে সবাই,
জল ভাসানো দু আখি।
খানিক  চরে পেটটি পুরে,
লোকিয়ে থাকি ঐ বনে।
ওদের কতো সুখের তরে,
স্বপ্ন বুনে ফাল্গুনে।
মোদের তো নাই পা রাখিবো,
একটো খানি গা ঘেষে।
আধার থেকে  আছি মোরা,
আবছা আলোয় যা দেখে।
দাও বিদায়ে হাসির জোয়ার,
তোমরা খুশে যাও খেলে।
মন চাহে তো ভুমির মালিক,
মোদের দিকে চোখ তোলে।
মুছায় যদি জল ভরা চোখ,
দয়ার সাগর মন নদী।
ঠায় যদি দেয় বসার তরে,
বসবো বনে  নাই ক্ষতি।
শান্তি বয়ে আনবো মোরা,
এই হৃদয়ের প্রেম ঢেলে।
আর যদি চাও মোদের রাজা,
রাজ্য মোদের ওদের কি।
ঐ আকাশে উড়বো আবার,
হবো  রাতের কুক পাখি।
ডাকবো সুখের ঘর পাশেতে,
এলিয়ে মনের ক্ষোভ যত।
রোধন করে ভাঙবো সুখের,
ঐ প্রাসাদের ইট কতো।