প্রতি পদে পদে এসে দিনের কাজের শেষে
কতবার কাঁদাবে আমায়।
কতবার ছলে ছলে কত কথা বলে বলে.
নষ্ট যা করেছ ভুলে।
কৃপণের মতো আজ,পড়িতে নিজের সাজ.
সময় নিয়েছে সব তুলে.
বুনু পথে ডাকে পাখি সচকিত জোড়া আখি,
নয়ন ভাসানো যত শুক।
সারা রজনীর তরে বিভোর বেদনা পুরে,
কান্নায় ভাঙ্গে শুধু বুক।
কতকাল মহাতলে বেদনার সুর ভুলে.
স্বপ্ন বুনেছো যতবার.
নিমিষে বিদায় নিয়ে আশায় স্বপ্ন দিয়ে.
আধারে হয়েছে একাকার,
আকাশ ভরা মেঘে,মাঝি যায় দ্বাড় বেয়ে,
কতবার ডাকে কত রুপে।
সুখের ঠিকানা দিয়ে আধারের সাথে বিয়ে,
ছলনার ভালোবাসা বুকে।