হাড়িয়ে যাওয়ার ভয় করে সব হাড়ায়,
অন্ধ গলির  নগ্ন নৃত্য পাড়ায়।
হাড়ায় ব্যথা সৃত্মির গীতির  পাতা,
সব হাড়ানোর ভয়টাও যে হাড়ায়।
বেলা অবেলার দুঃখ সুখের পরশ,
হাড়ায় মনের ভুলে।
আজ হাড়ানোর ব্যাথায় বিভোর থেকে,
প্রাপ্তি নেইনি তুলে।
প্রতিশোধের  আগুন ছিল বুকের মধ্যখানে
কিসের ভুলে করে দিয়ে মাপ।
থেমেছে সব রাগ বিরাগের  গল্প কথা যত,
ফুরিয়ে গেছে মনের সকল তাপ।
হাড়িয়ে গেছে দুখের সাথে মধুর কিছু পাওয়া,
দিক বিদিকের  চরে।
খানিক আশা বুকের মাঝে, খুব নিরবে একা,
ঘুমের ছলে মরে।
এক দুখিনির কষ্ট হাড়ায়,  একটু সুখের দানে,
সে যন্ত্রনা সব মেরে,
আজ আফছা আলোয়  সকল ব্যাথা ভুলে,
জীবন নিচ্ছে সাঙ্গ করে।
যে ভুল মানুষটি  ঠিক ভেবে সব করতে নিজে,
নিজের মনের মতো,
সে যে ভুলের অতল পায়নি খুজে আজও,
অস্ত বেলায় ভুলছে আগের মতো।
পাবাড়  আশা হাড়িয়ে গেছে বুকের নদী চরে,
আর চায়না কিছুই ভবে।
জানি না কেন মন ভাবে কি, হাড়িয়ে যাবে,
হাড়িয়ে যাবার তবে।
আজই অন্ধকারে হাড়ায় আলোক শিখা,
চলি ঠাওরে  জীবন পথে।
হাড়িয়ে যাওয়ার ভয়কে দিলাম তুলে যেনো,
মহাকালের রথে।