ফেব্রুয়ারী এলেই
ফরহাদ
ফেব্রুয়ারী এলেই  মোদের
চোখটি পরে  ঐ পথে।
ভাষার জন্যে ডাক দিয়েছে,
রফিক,  সালাম, বরকতে।
কৃষ্ণ  চুড়ার ডাল যে আবার,
রক্ত দিয়ে লাল হলো।
হরেক রকম  বর্ন মালায়,
ভোর হলো আর দোর খোলো।
শালিক টিয়ার মুখেও যেন,
ফেব্রুয়ারীর গান শুনি।
আম্র মুকুল যায় ফুটে ঐ,
মৌ মাছিদের গুনগুনি।
ভাষার মাসে আশার আলো,
ফুটিয়ে গেলো বাংলাতে।
সৃত্মির মিনার রাঙিয়ে গেলো,
ফেব্রুয়ারীর ভোর রাতে।
বীর বাঙালি যায় নি ভুলে,
ভাষায় দিলো প্রাণ যারা।
ফেব্রুয়ারী এলেই সবার,
এমনই জাগে মনে সারা।
কাব্য লিখে রাখবো  বই এ,
এই ভাষারই  বর্ণ তে।
মোদের যারা প্রাণ দিলো  সব,
শফিউর আর বরকতে।