ভুল ভেবে ফুল
ফরহাদ
অন্ধ আবেগে ভুল ভেবে ফুল,
কূল হারা এই আমি।
ছন্দ হারায়ে  চুপ করে আজ,
জড়ে দুই চোখে  পানি।
শীত চলে যায় আসে বসন্ত,
নব রুপে সাজে  সব।
সৃত্মি ঝরা বনে পরে অনশন,
মন পাখি করে রব।
শূন্য জীবনে ফুটা ফুটা প্রেম,
জনে জনে চায় দিতে।
ছল ভেবে সবে রয় যে তফাতে,
নেই নি যে হাত পেতে।
আন্ধার থেকে দু হাত বাড়ায়ে,
আলো  পেতে চেয়ে হাঁসি।
চোখ মেলে চায় খুব চেনা জনে,
দেয়  যে এগলে ফাঁসি।
ঘন কুয়াশা চার পাশ ভরে,
দৃষ্টির দিশা ফেলে।
বুকে জমা প্রেম বরফের মতো,
উষ্ণতা পেয়ে গলে।
ফুল গুলো আজ ভুল হয়ে যায়,
ভুল ভেবে ফুল খানি।
যত প্রেম ছিল মরনে  আজিকে,
সব কিছু গেলো জানি।