আলসি নগরে  ডুবে থেকে সদা,
কেটে গেলো কত কাল।
ব্যার্থাতার  ঐ বাসি জল ফেলে,
ভিজাও শুকনো গাল।
যতনে যতনে বুকের গভীরে,
ঠাই দিয়েছিলে যারে।
ভিতরে ভিতরে দিয়েছে কতনা,
কৌশলে কত মেরে।
মরিচিকা ছিলো বুঝেও বুঝনি,
ধ্বংসনে দিলো বিষ।
তুমি  বুকা বড়ো ব্যর্থ  বিফলে,
একটু রাখনি দিশ।
ঘুমিয়ে রয়েছো ফুলের বিছানা,
ভাবনি কাটার বনে।
বিনিময়ে তব সুখ নিয়ে গেলো,
অবেলা মহা ক্ষনে।
চিরো আধারের কালো ঘরে তব,
পাঠালো ছলনা দিয়ে,
তুমি দিবসে স্বপন দেখেছো,
মহরাজের আজ বিয়ে।
হেলায় করেছো কত দিন পার,
কোনসে বেদনা বুকে,
এখনো সময় রয়েছে জাগান,
জেগো ওঠো ভুল ভেঙে।