.
আজ আর কেউ সখে,
পড়েনা কবিতা কলি।
দুঃখ বুঝে না কেহ.
খোলেনা কাহিনী ঠুলি।
নিবিড় মনেতে  বসে,
ভাবেনা যে প্রকৃতি কে.
যান্ত্রিক হয়ে গেছে,
মোবাইল আর বিসিডিতে।
রাত দিন চলে গান,
গান গান ছবিততে।
দিন কাটে রাত কাটে.
হিন্দি সো মুভিতে।
যান্ত্রিক সকালটা,
চা আর রুটি ভরা।
প্রতিদিন চলছেই,
নিয়ম তো বাধা ধরা।


প্রবাদ  আর প্রবচনে,
খোকা খুকি মাতে নাতো।
তার তরে শিখে তারা,
ইংরেজি অভিরত।


নজরুল গীতি যত,
বিষাদের স্মৃতি হয়ে।
এ যুগে মানুষের,
যায় দুখ গীতি গেয়ে।
ভাবনা চেতনা হীন,
ভালো আর মন্দে তে।
সব কিছু ভাবে ভালো
মেতে সুখ  ছন্দেতে।
এইভাবে চলে যদি,
আমাদের সংস্কৃতি।
চলে যাবে সভ্যতা,
বিষাদ বাজাবে গীতি।