দাদারা কোথায় গেলো,
নাতিরা এখন কোলে।
দাদা ডেকে ডেকে কবে যে নিজে,
দাদা হয়ে গেছি ভুলে।
কত যে চরেছি পিঠে,
দাদাদের ঘোড়া করে।
আজ দেখি পিঠে হয়েছ সওয়ার
নাতিরা   আমার পরে।
কত যে খেলেছি খেলা,
বেলা থেকে সার দিন,
কতনা দাদার লাঠি,
ভেঙেছি ও নিঃশ্চিন।
কুয়াশার ভিরে আজই,
শীতের সকালে এসে।
লাঠিটা ওঠায়ে ভাবি,
দাদাই হয়েছি তবে।
দাদারা কোথায় গেলো,
ফিরে যদি পাওয় হতো।
দাদাতে  দাদার সাথে,
ব্যাথা তো জানানো যেতো।
শুয়ে আছে আজ দাদার আধার,
চিরো আলোহীন ঘরে।
নাতি আমি আজ দাদর বেদনা,
বুঝি দাদা হয়ে পরে ।