আর কত দিন
ফরহাদ
মুছে যাবে গ্লানি আখিজল যত,
দিয়েছিলে যারা মোরে।
এই তো কদিন পরেই আমারে,
খুঁজে নাহি পাবে ভোরে।
সহসা কতনা বেদনার জলে,
নয়ন ভাসাতে বানে।
কত ছলে বলে কত কৌশলে,
দাগা দিতে এই প্রাণে।
ওঠিতে বসিতে কত খুটা খায়,
দিবা নিশি কাজে কাজে।
হাতেতে ভাতেতে বাধা ছিল কত,
সকালে দুপুরে সাজে।
দেখেনি কেউতো চোখের ভাষাতে,
লিখা কবিতার পাতা।
বলিলে কত যে দেখিতো সকলে,
পাগলের প্রলাপ এতা।
আর কত দিন কষ্ট দিবে তো,
চলে যাবো খুব ধীরে।
আধারে প্রদীপ জালাতে কভু এ,
ফিরে নাহি পাবে নীরে।
খুব মনে পরে অবহেলা দিয়ে,
ভালোবাসা নিতে ফিরে।
জানি তবু জেনে প্রেম দিয়ে কারে,
নিরাশা নিয়েছি কুড়ে।
দাও যত দুষ অভাগার তরে,
প্রেম তোল নিজ ঘরে।
খুজবে সেদিন বুঝবে যেদিন,
হৃদয়ের লিখা পড়ে।