কষ্ট  যাহার নিত্য সঙ্গী
অন্ধকারে জ্বালায় বাতি,
সেই ছেলেটি আমিই না।
বুকের কষ্ট রাখতো চেপে,
তবুও বুকে স্বপ্ন একে,
সেই ছেলেটি আমিই না।
সৃত্মির কাছে সুখ পেতো যে,
একলা পথে চলতো যে সে,
সেই ছেলেটি আমিই না।
এক জামাতে দেখতে যারে,
এক জোড়া জুত ঐ চরণে,
সেই ছেলেটি আমিই না।
বলতে যারে কে তুমি ভাই,
বুকার মতো কেন তুমি তাই,
সেই ছেলেটি আমিই না।
নিত্য যারা উপুস করে,
তবুও নাকি লাজে মরে,
সেই ছেলেটি আমিই না।
দীন ভূমিহীন বাদ্য বিহীন
বুকের মধ্যে  কষ্টের ঋণ।
সেই ছেলেটি আমিই না।
চোখ রাঙানো কিংবা হাঁসি,
না হয় একটু ভালবাসি,
সেই ছেলেটি আমিই না।
দুঃখ নিয়ে লিখতো ছড়া,
মাঝে মাঝে গুটিয়ে পড়া,
সেই ছেলেটি আমিই না।
বাবার মায়ের আদর পেয়ে,
যেই ছেলেটি যেতো গেয়ে,
সেই ছেলেটি আমিই না।
তোমরা যারে করতে ঘৃনা,
কেউবা চিনেও হও অচেনা,
সেই ছেলেটি আমিই না।
নিরব দুখের দর্শনে আজ,
জীবন বেলা সুখ পড়ে সাজ
সেই ছেলেটি আমিই না।