যেখানে চেয়েছি কিছু না পেয়েছি,
পেয়েছি যার কাছে।
ভুলে গেছো মন তার কথা আজ,
ফিরে দেখোনিতো পাছে।
কত বন্ধুর পথ পারি  দিতে,
নিয়েছিলে তার নাম,
আজি স্বপনে দিন গুন ভুলো,
মিছে গাও কার গান।
কত ভালবেসে দিয়েছে তোমারে,
বিবেকের  মনি কোঠা।
তুমি হুংকারে চেয়েছে খাটাতে,
মার্ঝার মোটাসোঠা।
বেদনার জলে যখন ভাসিতে,
শান্তনা দিলো কে রে
উত্তর দিতে ভাষা থেমে যাবে,
শক্তিতে যাবে হেরে।
এখনো ডুবেছো  পাপের সাগরে,
হওনি চেতনা বদ্ধ।
হেরেছো  ফজর, জোহর, আছর,
মাগরিবে হও শুদ্ধ।
সবই মনে রাখো দেখেছো যা কিছু,
শুধু ভুলে যাও তারে।
বুঝিবে না পার কে করিবে আর
শেষদিন পরপারে।