ওগাে বহু রূপী তনয়া,
কেমন আছাে তুমি?
তােমার খবর নিতে কেন
ব্যস্ত হই আমি।
তুমি আমার ইন্দ্র জাল,
লক্ষ্মী প্রতিমা;
তােমার খবর পেয়েই আমি
হই যে উতলা।
তােমার কথা ভেবে ভেবে
কবিতায় আকি ছবি,
তােমার জন্যই হয়েছি আজ;
দারুন এক কবি।
ইচ্ছে হলেই লিখে ফেলি
ছন্দ হীন কবিতা,
তাইতাে, তুমি আমার কাছে
‘জীবন’- এর ‘বনলতা”।