ভরা নদীকে পশ্চাতে ডাকতে নেই; টলটলে ঝর্ণার ছড়া তার খেলার খড়ি - উড়ন্ত সময়ের ছুটন্ত গান - জলে এখন তার পলিপ্রবাহের গভীর টান।


ভরা নদী পাশ কেটে যেতে নেই; বুকভরা বুকে তার দুরন্ত জলের গতি - প্রগাঢ় হৃদয়ের গভীর ঢেউ ভাসাতে পারে - ভাসতে পারে যেকোনো  কেউ।