১৪ই ফেব্রুয়ারির গল্প
  - মণি জুয়েল (Moni Jewel)


শীর্ষে যে সবার চোখ যাবে, এ স্বাভাবিক-না।
স্বাভাবিভাবেই
সামনে-নিম্নে যা তা'ই দেখা
ঝরে গেছে- সু'সজ্জিত-তরতাজা-
ফুলগুলো! আহ্..টক্টকে মৃত্তিকা
জেগে উঠেছে নিরবতরা এখন
কাওয়া'র কা‌‌..কা..শব্দা'ড়ম্বরে


ঘনিয়ে নেমেছে এখানে সন্ধ্যা


কিন্তু' আলোহীন নয়। আঁধারে-
বাতি জ্বলছে ঠিকি, হোক ক্ষীণ
কিন্তু তাতে জেগে আছে মমতা।
ওহ্ হ্যাঁ ফুলগুলো প্রাণ তরতাজা
সেগুলো কিন্তু ঝরেছিলো-
কালো ঠোঁটেই
এ যে সব্বাই বসে বসে দেখে থাকবে তা না।


××× 15.02.2019-Dhuliyan-06:15PM ×××