আগুনে সময়ে জেগে জেগে শুয়ে
- মণি জুয়েল(Moni Jewel)


পাশের ঘরের ফ্যান'টা বেশ ঘুরে চলেছে।
শন শন সম্মোহনী এক শব্দ' ছড়িয়ে
শুনতেছি
দুরে কারা যেন, কি' বলছে যেন
হয়তো কেউ কাঁদছে
সবই তো আর শোনা যায় না
তাই, সব শুনতেও পাচ্ছি না  
কত শব্দ, কত শব্দের মাঝে


ঢেকে যাচ্ছে, চেপে যাচ্ছে২


দুই চোখ, দুইচোখের পাতা
সব দেখতে পাচ্ছি না তেমন  
ঘুমোচ্ছি, যদিও ঘুম পাচ্ছেনা
বিভ্রাট ঘটে যাচ্ছে
সবই এলোমেলো, কত কিই না
শুনতেছি
লাফাচ্ছে দুর্বৃত্তরা ভেঙে দিয়ে বাসা।
ভাসছে আশ্রয়হীন পক্ষি ঠিকানা খুঁজতে।


××28.04.2018-ধুলিয়ান-01:02PM××


*পাঠক-পাঠিকা মতামত দেবেন প্লিস। 'দুর্বৃত্ত' শব্দটা ব্যবহার কি ঠিক হয়েছে?