আলোর তখন এখন ওদিক এদিক
- মণি জুয়েল(Moni Jewel)


সাঁঝ থেকে এক্টু আঁধার ভারি হলে লালতারাটা
পূর্ব আকাশে জ্বলেছিলো।
বদলে যেতে যেতে এখন দক্ষিনে।
অবস্থান' বদলেছে সময়ের সাথে সাথে।
সহজে'ই দৃষ্টি কাড়ে তার টক্টকে জ্বলা
ফলত: অন্ধকারে ঢাকা বাসিন্দা'দের
দুইচোখ এড়িয়ে যায়নি।বাদ যায়নি
লম্ফ চেরাগ থেকে-
লোও ভোল্টেজ'এর সর্বহারা শ্রেণী
অত:পর ভাসছে আগেরই মতোন


যখন বদলে-যাওয়া'টাই নিয়ম!২


তখন স্বাভাবিকভাবেই পূর্বর শয়ন
ঘুমিয়েছে সব। জেগে অল্প ক'জন-
দুঃশ্চিন্তায় ভোগা
খিদে তৃ্ষ্ণা নিদ্হীনতার হেতু তাদের
খুব সহজে ঘুম কেড়ে নেয় যে জ্বালা
ঢের-আঁধার এখনও এখানে, কাটেনি-
অমানিশা। জমাট, সময়ের সাথে সাথে।
ওদিকে নেপথ্যে আলোও হয়তো!
পশ্চিমদিকে যা জ্বলেছিল!
আরেক্টু ঘুরে গেলেই তো! কিন্তু এ লালতারাটা!


×××07.07.2018-ধুলিয়ান-04:51AM×××