আমার সবুজগুলো সবুজ হউক
লাল বলেই যে তা সকাল সকালের সম্ভাবনা এমন না
সে তো গোধুলিতেও
গেরুয়া লাল মিশেই থাকে
ঠিক যেভাবে ঢের আঁধার নেমেছে এদিকে
গেরুয়া জেগে ছিল লালের মধ্যে
এখন মাঝ-রাত
অনেকে অ্যান্ড্রয়েড হাতে
এটাকে জাগরণ বলাই যায় অফলপ্রসু যদিও
যাইহোক, কুকুর ডাকছে
হাল্কাশীতের রাত
এখন সবুজের মাঠ বুঝতে পাচ্ছি
ক-দিন আগের কাঁপুনি অনেক'টা কেটেছে
বাতাস ক্রমশঃ দক্ষিণ দিকে
কিন্তু স্বস্তি কি তাতেও
এখন, ঢের রাত;আর আঁধারে সবুজ জীবন সম্ভবই না
দরকার একটা ছদ্মবেশ ছাড়া ভোরের সূর্য@মণি জুয়েল
গভীর অনুভূতিতে আচ্ছন্ন কবিতা। খুব সুন্দর। শুভ কামনা রইল। ভালো থাকবেন সবসময়।
জীবন ভাবনায় গভীর অনুভবে সুন্দর কবিতা।
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
মুগ্ধ ভাবনার বেশ অনুপম একটি কবিতা ।। ভালো থাকুন সুস্থ থাকুন
অত্যন্ত চমৎকার কবিতা রচিয়েছেন। অনবদ্য শব্দেরবিন্যাসে অসামান্য রচনাশৈলী। মনোমুগ্ধকর কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম।শুভ কামনা রইলো