- মণি জুয়েল(Moni Jewel)


আমার সারা সারারাত, আমার সারা সারাদিন
কখন যে কিভাবে, তোমারই হয়ে গেছে
মনে মনে, মনের খুব গোপনে, কেই জানে
কোন বস্তুপিন্ড ভাসতে ভাসতে মহাশূন্যে
হারিয়ে যায় ঠিক যেমন'টি কৃষ্ণ_গহ্বরে
অন্তহীন সীমানাহীনতায়
ঠিক তেমনই, আমিও, হারিয়ে গেছি!
মনেহয় তোমায় আমি ভালবেসেছি!
যে পথে-ই হাঁটি যেন তুমিও সাথী!


তোমার গোপন গন্ধ শুঁকতে পাই।


অযুত-ভিড়েও তোমায় পেয়ে যাই!
পেয়েই যাই- একাকিত্বে, শূন্যতায়!
সাধক-কবি পথ-চলা'তে যেমন তার
আত্ম-স্বরূপ  খুঁজে পায়।
কিন্তু, জানো কি ডোনা, আমি চাই'ই না
খুঁজে পেতে,  আর এ' আমায়, আমি চাই
হারিয়ে তোমাতে'ই অন্তহীন, থেকেই যেতে
তোমার ×××××, ×××, নাভির চক্রবুহ্যে
হারিয়ে গিয়ে মিশে এক হতে তোমার নি:শ্বাসে


×××23.03.2018-ধুলিয়ান-10:05PM×××