আমি ঘুমোতে পারছি না, জেগেই আছি


আড়াইশো বছর হয়ে গেছে, এখন, ভীষণ অন্ধকার
জেগে নেই কেউ
কাঁপ্তে কাঁপ্তে ঘুমিয়েছে
ঘুম আসছে না তাই আমি জেগে আছি
শুনছি কুকুরদের ঘেউ ঘেউ


ঘরে পড়ছে
হয়তোবা চাকরিপ্রার্থী


কিন্তু সেটাকে জাগরণ মনে হচ্ছে না, নয়ও


অন্যদিকে পূণ্যাকাঙ্খী
ঘুমিয়ে গেছে


এজন্যই কেউ জেগেই নেই-
ফজর'এর অপেক্ষাতেই, আমিও আছি
দেখি কেই জাগছে সত্যি
কেটে গেল এভাবেই
আড়াইশোর বেশি সাল। এলো-গেলো অযুত ফজর


আড়াইশো বছরে, আঁধার কাটলো কই?@মণি জুয়েল