আমি ঘুমোতে পারছি না, জেগেই আছি
আড়াইশো বছর হয়ে গেছে, এখন, ভীষণ অন্ধকার
জেগে নেই কেউ
কাঁপ্তে কাঁপ্তে ঘুমিয়েছে
ঘুম আসছে না তাই আমি জেগে আছি
শুনছি কুকুরদের ঘেউ ঘেউ
ঘরে পড়ছে
হয়তোবা চাকরিপ্রার্থী
কিন্তু সেটাকে জাগরণ মনে হচ্ছে না, নয়ও
অন্যদিকে পূণ্যাকাঙ্খী
ঘুমিয়ে গেছে
এজন্যই কেউ জেগেই নেই-
ফজর'এর অপেক্ষাতেই, আমিও আছি
দেখি কেই জাগছে সত্যি
কেটে গেল এভাবেই
আড়াইশোর বেশি সাল। এলো-গেলো অযুত ফজর
আড়াইশো বছরে, আঁধার কাটলো কই[email protected]মণি জুয়েল
তবুও রইবো আমি আলোর প্রত্যাশায়!
গভীর ভাবনার অনন্য কাব্যপ্রভায়
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
দারুন ভাবনার প্রকাশ ।খুব ভালো লাগলো। শুভকামনা রইল কবি। ভালো থাকবেন।
অসাধারণ লেখেনি। খুব ভালো লাগলো কবিতা। কবিকে ধন্যবাদ।
অনেক সুন্দর অনুভূতির বেশ দারুণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
জীবনবোধের অনিন্দ্য সুন্দর কবিতা।
অনন্য সুন্দর অনবদ্য কবিতা মুগ্ধতা ছড়ালো প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়। শুভরাত্রি ।