থাক শিমুলের কাঁটা, দৃশ্য সবুজ হবে
পাতাগুলো ঝরে পড়তে শুরু করেছে শিমুলের
শুকিয়েছে
মাঠের হলুদের পাতা
বোঝা মাথায়, কৃষক, ঘরে ফিরছে
আজানে নেমে এলো সন্ধ্যা
আমি দেখছি
তাদের ওই ফাটা-পা
এক পা দুই পা করে ওরা ঘরে ফিরছে
হাঁটছে যুগ থেকে যুগ,
আঁধার নেমেছে
ফসলের দাম ওরা পায় নি।
ওরা পায়'নি সুখ তবু হেঁটেই যাচ্ছে
মাটির গর্তে চুলো হবে
ধোঁয়া উড়বে
শিমুল হাসবে লাল, সবুজ হবে কৃষিজমি ফের।
আমি জেগে থাকবো, ফজর অবধি@মণি জুয়েল
পড়লে ফজরের নামাজ -
মনটা হয়ে যায় অনেক বেশি কোমল!
সারাদিন থাকে যে মনটা শান্ত।
কাটে সারাটি দিন ভাল!
সুন্দর উপস্থাপনা। শুভ কামনা রইল।ভালো থাকবেন।
অসাধারণ জীবনমুখী কবিতা পাঠে মুগ্ধতা রাখিলাম
চমৎকার কবিতা। বেশ নাড়া দিল মনকে।
মুগ্ধ অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। ভালো থাকুন সুস্থ থাকুন