আমরা ও ড্যাঁইহ্যাগুলো
- মণি জুয়েল(Moni Jewel)


সারা মাঠ এখন ফাঁকা। ড্যাঁইহ্যাগুলো নিজেরা
নিজেদের কেটে, মরে পড়ে আছে।
মৃত্যোপত্যকার বুকে হেঁটে যাচ্ছি আমরা।
ওদিকে মালিক, সবুজের স্বপ্ন দেখিয়ে
ভ্যালি' সোজা করতে পাঠিয়েছে জন
পারিশ্রমিক পেয়ে যাবে, পেয়ে যায়
দিন শেষে, দিন যেমনই যাক!
কেউ কেউ হাঁক দিয়ে যাচ্ছে বটে
কিন্তু বাতাসের পথ উল্টো হলে?


শব্দ বদলে নেই তার গতিপথ২


যেমন বাতাসের পথ বদল হলে
তেমন'টি-ই ঠিক, আমরাও বটে!
ফিরে যাচ্ছি, পেছনের দিকে!
সন্ধ্যা ঘনিয়ে আসছে টকটকে লাল
না না এটা বিপ্লবের রঙ মোটেও নয়
বাতাস বয়লে অনেক সময় ঘরে জমা
ঝুল, মাকড়শার জালও দেখতে মনেহয়-
যেমন দাউদাউ বিদ্রোহের আগুন।
কিন্তু না, পরিকল্পিত জালে বন্দিমাত্র আমরা।


×××18.05.2018-ধুলিয়ান-05:00PM×××


*ড্যাঁইহ্যা= কালো বড় পিপড়ে