আবার রক্তে ভিজেয়েই জীবন
- মণি জুয়েল(Moni Jewel)


নিশ্চয়ই কিছু কিছু পাতা লাল হয়ে ঝরে যায়
অতঃপর....সব শুকিয়ে যায়, মিলিয়ে যায়
কিন্তু
এই ঝরে পড়ে যাওয়া, মিলিয়ে যাওয়ার
মানেই যে শূন্যতা, তা নয়।
আপাত নগ্নতা১
জীবনেরই সাক্ষ্য দেয়২-
খসে পড়া, প্রতি ক্ষরণ, প্রতি'টি মরণ


শুধু তো মৃত্যুই না জীবনও নগ্নতাই!


সব খসে যাবার পরে, সংঘাতে দ্বন্দ্বে
জ্ঞাতে কিম্বা অজ্ঞাতে
শুরু হয়ে যায়
ফেরও জীবনে'রই সুচনা!
জেনো, পতন'ই এগিয়ে নিয়ে যায় সৃষ্টির
পথে।
ওহ্ ডিয়ার, তুমি কি দেখ না নগ্নতার শেষে
নতুনপ্রাণ জন্মে আর কিছুর রক্তপত্রেই সুচনা।


×××11.03.2018- ধুলিয়ান -05:00PM×××