এগোও, এ ভূখণ্ড কুত্তার বাচ্চাদের নয়
- মণি জুয়েল(Moni Jewel)


কোথাও কেউ জেগে নেই বেশ ঘনআঁধার এখন
পথের-কুকুরগুলো, দৌড়াচ্ছে, নিদ্রাহীন!
এ তাদেরই সাম্রাজ্য(?)
এখানে, ওখানে, খুবলানো দেহগুলো!
গোঁয়াচ্ছে...
কে'ই বা দেখে কা'কে?
ভয়ে ভয়ে সতর্ক-পথিক চতুরতায়
এগোচ্ছে টুক টুক, ধীকধীক বুকে!


কে জানে পায়ের শব্দেই হয়তো২


জেগে যাবে কাত হয়ে শুয়ে থাকা
কুকুরের বংশধর, নিজ-পরম্পরায়
হয়তো বা জেগে শুয়ে
শুঁকছে....
কোনো রা' নেই, সম্ভাবনাহীন আলো!
খুব সন্তর্পণে পথিক....
আহ্....যদি হাতে একটা লাঠি থাকতো!
কিম্বা, আগুন জ্বালিয়ে, যদি কেউ জেগে বলতো....


××××02.04.2018-ধুলিয়ান-11:55PM××××