- মণি জুয়েল(Moni Jewel)


সারাপৃথিবী জুড়ে এখন আলোর খুবই অভাব,
শুধু এখন তা নয়, তখন থেকেই।
কিছুঘন্টার জন্যে হলেও জ্বলে ওঠে বটে আলো
কিন্তু, কখনও মেঘ, কখনও কুয়াশায়...


সন্ধ্যে ঘনায় রক্তাশ্রু শিশিরে!


জ্বলে ওঠে রাস্তার লাইট পোস্টগুলো,
L.E.D-র  খুব ছড়াছড়ি,
শেষমেষ মোমবাতি,দম ফেলে ফেলে হলেও


কিন্তু দুর হয়ে যায় নি আঁধার, কেউ পারি নি!
কতগুলো মোমবাতি যে,
জ্বলেছে আলো নিভে যাওয়ার শোকে!


তা'ও মনে নাই, ভুলেই গেছি!


বিজ্ঞান দর্শন যুক্তিরাও পিদ্দিম তলায়
গড়াগড়ি খেতে খেতে জের, নাকানি-চোবানিতে-
জ্যোতির্বলয়" আঁধারের পৈতৃক!
ঘন অভাব দীপ্ততার, সুদীপ্ত এ সুনীল নিঃসর্গে!


****06.06.17- ধুলিয়ান-02:10 দুপুর****