আহ... এ এক মৃত্যু
- মণি জুয়েল Moni Jewel


সুরের শ্রোতা যখন নিজকে হারিয়ে দেয় বুঁদ হয়
আচ্ছন্ন হয়,
স্রোত খেলে যায়-
শরীর মনে, লোমকূপ সব কেঁপে ওঠে-
তখনই, ঠিক তখনই মাথা দুলে ওঠে!
আহ...এ এক মৃত্যু। ফানাহ্ ফানাহ্!
।স্রোতস্বতী, সাগর_বীচিবিক্ষোভে।


কিন্তু তারপরেই কি সব শেষ হয়?


।প্রশান্তি যদিও, অনন্ত অতল‌অন্তে।
আহা..কিন্তু তারও যে সীমান্ত'সীমা।
লহর, সেও শেষে, ডাঙ্গা'তেই পৌঁছে!
কিন্তু আমি! আমার আর কিচ্ছু'ই নেই!
স্নিগ্ধ হয়েছে শ্বাস
স্তননও নাই
ভিজে গেছে জীবন-প্রান্তর-নিম্নদেশ, ঘণ বরষায়।


×××০৩.০৭.২০১৯- Dhuliyan - ০২:৩১AM×××


।স্রোতস্বতী=নদী।
।সাগর_বীচিবিক্ষোভ=সমুদ্র স্রোত।
।জীবন-প্রান্তর-নিম্নদেশ=শস্য ফসলের মাঠ, তৃণভূমি।