দুই একে অন্যে মিশে যাওয়ার পরেও মেশে না
বইতেই থাকে
নিজের নিজের পথে
তুমি জানো-না এই সাগরের স্রোত?
এসো, তাহলে জেনে নিই।
মেঘ জমেছে
বিদ্যুৎ খেলে যাচ্ছে
বৃষ্টি ঝরে পড়ুক, বহিঃপ্রকাশ হউক
বিদ্যুৎ খেলে যাচ্ছে
মাটি কাঁপছে
এসো, এখনই ভিজে নিই।
তুমি কি জানো-না, জীবনের_স্রোত
বয়ে যায় নিবিড় পথে
বইতেই থাকে-
কাদা-মাটির জমিতে। তুমি জলের টের পাও না?
আহ্ সাগর থেকে এখন মাটিতে চলে এসেছি[email protected]মণি জুয়েল
ভাবনার গভীরে অন্তর্নিহিত ভাবনার প্রতিশব্দ
কথারা জমা করে মনকে করে জব্দ...দারুণ তো।
অম্লান শুভেচ্ছা রইল।
সহজ সুন্দর ।আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
সেই, এই করোনার দিনে দেরি করা মোটেই শোভনীয় নয়। শুভকামনা রইল প্রিয় কবি।
সুন্দর কবিতা, মন মুগ্ধ পাঠে
অভিনন্দন প্রিয় কবি।
খুব ভালো করেছেন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।
এক অনন্য রূপকের উপস্থাপনা করেছেন।
প্রিয় কবির পাতায় রেখে গেলাম অনেক মুগ্ধতা ও শুভেচ্ছা।
ভালো থাকবেন।
চমৎকার প্রেক্ষাপট !খুব ভালো লাগলো ! প্রিয় কবি হার্দিক শুভেচ্ছা রইলো !
ভালো থাকুন ,সঙ্গে থাকুন !
শুভসন্ধ্যা !
রূপকে, প্রেমের মাধুরী তার ভাবধারায় সুন্দর শৈলীতে এক সুন্দর কাব্য, মুগ্ধ !
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা প্রিয়কবি ।
অপূর্ব উপস্থাপন। দারুণ কাব্যকথা। অশেষ শুভেচ্ছা রইল।