আমার চাষাবাদ, আমার মাঝরাত
- মণি জুয়েল Moni Jewel
ঘাস ভিজে গেছে, আমি নামছি নিম্নদেশে-
কৃষি ভূমিতে।
খুউব কাঁপুনি পাচ্ছে।
কিছু উপরে ওই... উঁচু ঢিপিগুলো
বেশ দেখাচ্ছে।থরথর.. কাঁপছি...,
দেখছি.. আর ঘুরপথে নামছি
আমায় নামতে হবে জমিতে!
↓
↓
প্রাণ পাবে বীজরা ওখানেই
↓
↓
আহা..জীবনের ঠাই ও প্রান্ত!
ভাব তো কিভাবে ভিজে গেছি-
কখন!! বীজ পোতা হয়ে গেছে-
ভালবেসে।ঘামে নেয়ে' দিনগেলো
তবুও কি ঘুম পাচ্ছে!
এখন মাঝরাতে-
জেগে আছে মিনার, বাঁকা চাঁদ, আকাশে!
×××২৬.১২.১৯-Dhuliyan-১১:৪৫PM×××
#সাফল্য২
ভাল লেগেছে মণি..
অপূর্ব কাব্য কল্পনা আর লেখা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
অর্থপূর্ণ কাব্য বিন্যাস।
অসাধারণ লিখেছেন
চমৎকার রূপক কাব্য।। অসাধারণ লাগল।। শুভেচ্ছা অনন্ত প্রিয় বরেণ্য কবি, ভালো থাকবেন সবসময়।
অনবদ্য !
কাব্যে আপ্লুত, শুভেচ্ছা অশেষ, প্রিয়কবিকে ।
হুম! দারুণ উপলব্ধির 'ফসল' !
শুভেচ্ছা।
নির্মাণ শৈলী অভিনব
বিষয় ভাবনা মনকাড়া
সুন্দর কবিতা
শুভেচ্ছা ও ভালোবাসা জানাই
চমৎকার লিখেছেন প্রিয় কবি। শুভকামনা সতত।