আমি দেখছি তুমি দেখেছো কি?
- মণি জুয়েল Moni Jewel


রাস্তার চারমোহনিতে বেশ খানিকটা ভিড়।
মাইকে ভাসছে
ডানবাম সাম্যের বাণী-
যেখানে, হিন্দু নেই' মুসলমান নেই।(ভেদাভেদ নেই)
শুনতে একদমই মন্দ লাগলো না
মিছিল এগিয়ে যাচ্ছে... সমানে।
দলিত, নম-শূদ্র, আর মুসলিম,
সামনের দিকে- এলিট উচ্চরা
                    ↓↑
এভাবেই সত্তর বছর, হাঁটছে..
                    ↓↑
ওই বুড়িটি, ওর নাম- সাবেরা।
পেছনে সাদেক, শেখ-মুসলেম,
হেঁটেই যাচ্ছে... পেছনে পেছনে।
এতপথ' হেঁটেও তাদের পৌঁছানো-
হলো না সাম্যের পাড়।যে কে সেই!(সেই তিমিরেই)
ওরা পেছনেই, আজো
হেঁটেই যাচ্ছে...
আহ্ চুবে আছে নুনে।দুচোখে স্বপ্নের ভিড়।


×××13.07.2019-Dhuliyan-12:42PM×××


# ওরা কবে সমান হবে??(১)