যদি কবিতাগুলোকে নিরোর বাঁশি বাজানো বলো
ভুল বলবে না
এসব নিরোর মতোই
তুমি কি আমার হাত দেখতে পাচ্ছো?
আমার মুঠোয় বালতি নেই


জল নেই,
কিম্বা একবস্তা বালু


তুমি তখন তপ্ত দুপুরে পুড়ছো দারিদ্র্য


দু'চামুচ ডাল, আলু
ঘরে নেই!


তোমার গিন্নির কাপড় নেই
একদারসুডৌল সে পুড়ে গলে যাচ্ছে
সন্তান মায়ের মতোই
কান্না থামছে না
পুড়ে যাচ্ছে পেট তার টাইফয়েডও হয় নি ভালো।


আমি তখন ছায়ায় দ্রোহের কবিতা লিখছি@মণি জুয়েল