- মণি জুয়েল(Moni Jewel)


ভাসতে ভাসতে চলে যাচ্ছে জোছনা আকাশের চাঁদ,
টিপ টিপ ঝরে পড়ছে শিশির...
টইটুম্বর ভডকার গ্লাসটা এখন প্রায় শেষের দিকে
তুমি কই, পৃথ্বী, খোলো, খুলে দাও দ্বার
প্লিস এসো তুমি পয়স্বিনী হও বেয়ে নিয়ে যাও
তুমি এসো, বোতল খুলে দাও-


উষ্ণস্রবণ গড়াতেই থাকুক, সারা রাত ভোর


ভিজতে থাকি আমি


শরাবী গন্ধে গন্ধে, ভেজাও আকণ্ঠ আমায়


ভাসতে থাকি আমি


তোমার অঙ্গাকাশে, ময়ুর'পঙ্খী নাও যেমন!


খসিয়ে দাও ঘনচুলের খোপা
সকাল হয়ে না যায় যেন, এ প্রেমোন্মত্ত ক্ষপার
ঝিলমিল তোমার শরীরে সাঁতারাতে দাও-
আমায়, কেঁপে কেঁপে উঠুক দুই'চোখ অঙ্গ তরঙ্গে
মাদকতায়, সম্ভোগ ও সোহাগে
ভেসে যেতে দাও, যেমন শেষ রাতের উড়ন্ত সারস।


****05.11.2017-Dhuliyan-01:05AM****