- মণি জুয়েল (Moni Jewel)


কিছুক্ষণ আগেই তোমার সাথে কথা হচ্ছিলো।
তোমার সৌন্দর্য নিয়ে, তোমার লাবণ্য নিয়ে।
তুমি একটু হেসেছিলে,
হেসে ঘাড় নামিয়ে পেছনের চুল নাড়তে-
নাড়তে আমি একটু তো লজ্জা পাচ্ছিলামই!
মনে পড়ছিলো, বারবার-
চোখের সামনে ভেসে উঠছিলো
তোমার ফেঁপে ফেঁপে ওঠা ও' নাকের পাটা,
বারবার তোমার দুলে ওঠা।
বলবো বললেই কি সব বলে দিতে পারি
না কি, বলা হয়
আজ অবধি তো বলে উঠতে পারি নি
ভালোলাগার তোমার বগলের সুঘ্রাণ,


একান্ত দুপুরের মৈথুন রত বছর বিশ-
বাইশের ছেলেটির মাতোয়ারা তোমার
শরীরের কল্পনায়।
ভুলে যাবো ভাবলে কি ভুলে যাওয়া যায়
কতবারই তো মিশে গিয়ে
মিশে এক হয়ে যেতেই চেয়েছিলে,চন্দ্রা দি।
কেন তোমার চোখে ভাসছিলো
যখন তুমি চলে যাচ্ছো
হাঁটতে হাঁটতে হাজার স্মরণির ভিড় ঢিঙিয়ে!
বয়সই কি প্রাকার হতে পারে, চন্দ্রা দি
তাহলে তোমার চোখে
আজও কেন আমায় আপন করেই রেখেছো?
তাহলে আমি আজও কেন তোমার স্বপ্ন দেখি?


*** 26.08.2017- ধুলিয়ান -12:15দুপুর ***