- মণি জুয়েল(Moni Jewel)


বহুক্ষণ...দেখছি বাঁশের মাথায় আঁটকানো ঘুড়িটা।
হাওয়ার যেদিকে যখন জোর,
সেইদিকেই বারবার উড়ছে, ভেসে যেতে চাচ্ছে!
অথচ....
আঁটকেই আছে, ছেঁড়া-ডোরের গিরেয়।
হলুদএর শুরু হয়েছে শিমুলএর সবুজ পাতায়
আর লিচুগাছ মাথায় সদ্য গজানো লালপাতা


ঘুড়ি'টা আঁটকে আছে, ঘুড়ি'টা উড়তে চাচ্ছে!


কখন কে উড়িয়ে দিয়েছে একদিন,অত:পর...
-                      -                       -
একটু উষ্ণতার জন্য, ছাদে বসে আছি আমি।


শিমের নীল-ফুলে এসে এসে বসছে মৌমাছি
দেখতে পাচ্ছি গৃহপালিত'র দাঁত নিষ্প্রাণ'ঘাসে
ভেসে আসছে মাঝে মাঝে সর্ষের হলুদ
সুগন্ধ।
উড়ছে আঁটকে থাকা ঘুড়িটা, উডে যেতে চাচ্ছে!
কোনও একদিন খসে যাবে ঠিক
এমন কতই ছিঁড়ে গেছে, এমন কতই খসে গেছে।


****26.12.2017- ধুলিয়ান-12:15PM****