অতঃপর শুরু হলে জীবন,জাগবে ওরাও
- মণি জুয়েল(Moni Jewel)


আগুন জ্বলুক, কাউয়াগুলোও কাঁ কাঁ করুক।
ব্যবসায়ী মাছোয়াদের বটিতে
লেগে থাকুক না রক্ত
কাউয়াগুলোর কেউ মেরে নিক ঠোঁকা
পড়ে থাকা বর্জ্য
গোধুলিবেলা লাফাক গে এঁড়ের দল
রাত হোক, শেয়াল ছুটতে'ই থাকুক
সারসরা উড়ে যাক, কিম্বা না যাক
হাজার কল্পনার চাঁদ উঠুক বা না


কবিকে ভাবনা দিক বা না দিক২


তাতে আমার কিছু যায় আসে না
আমি চাই না, ভাবনা এসে ভাসুক
কেউ "মনন" খুঁজলে খুঁজতে থাকুক
ভাবতে ভাবতে রসদ পাক মননশীল
আমি চাই- সমাপ্তি
আমার, আমার মনের, শব হউক সব
থাকুক শুধুমাত্র সে'ই
লিপ্ত হয়ে, আমার আমাতে
খুলে দিয়ে দরাজদ্বার রমণী যেমন সম্ভোগে।


×××23.04.2018-ধুলিয়ান-05:10PM×××


*পাঠক-পাঠিকার মতামত চাইছি- 'সমাপ্তি' কথাটি 'সমাধি' করলে কেমন হয়?