অতঃপর যামিনী এখন
- মণি জুয়েল Moni Jewel


নাহ্ আজ কোনো আচ্ছাদন'ই ছিলো না।
কাঁপতে কাঁপতে-
খোলামেলা দেখলাম
জেগে উঠলো, উতপ্তও হলাম,
ভিজলাম, অবগাহন' হলো-
তৃণ-পাড় ভেদ করে নিচে-
ওই নদীতে!আঃ প্রশান্তি...
                         ↓



ভূদেহ চেরা জলপ্রবহে২
                        ↓



নিজেকে, ভিজিয়ে নিতে-
যে কত সুখ, যে ভিজেছে-
সে জানে!অত:পর যামিনী
এখন।'তালগাছ খাড়া, মাথায়-
নিয়ে ওই- চাঁদ_বাঁকা!
শিশিরে ভিজেছে-
ঘাস নিম্নে সমতলে, যেন কাব্য কল্পণা।


×××২৯.১২.১৯-ধুলিয়ান-১১:১৫রাত×××


       ।ভূদেহ চেরা জলপ্রবহ= নদী।
।আচ্ছাদন= সূর্যকে আড়াল করে রাখে এমন।


#গ্রহণের পরে যখন সূর্য উঠেছিলো