- মণি জুয়েল(Moni Jewel)


কতগুলো দুঃখ ব্যথা বুকে চেপে থাকতে থাকতে
এখন হাসতে শিখে গেছি
কতগুলো গোপন ব্যথার যন্ত্রণা, সয়তে সয়তে
বলা থামিয়ে দিয়েছি
কেউই নেই, যে এখানে, কারো ব্যথা শোনে
কে যে এখানে, অন্যে আপনার জানে


মিছে মিছি এ' সব, ধীরে ধীরে বুঝে গেছি।


মনে পড়ে, শরৎ-এর অভাগী'র কথা,
জোর ঘাড় ধাক্কায়, সারা গায়ে ধুলো মাখা
উলটে গিয়েও ওঠা,
আর বড় হতে থাকা, বিষযাতনা সয়তে সয়তে
নিজেকেও আমি তেমনই
মিলিয়ে নিয়েছি, হেসে হেসে ভালবাসতে বাসতে!


**** 26.09.2017- ধুলিয়ান - 08:25PM ****