- মণি জুয়েল(Moni Jewel)


কিছুই লিখবো না ভাবলেও বাধ্য প্রায় হয়েই যাই।
কিছু গাইবো না ভাবলেও সুরে কথা এসে যায়।
বিকেলের ঘুম ভেঙে-
যখন, তুমি ঘুমে ভার ভার মুখে মেলে দেওয়া
কাপড়গুলো তুলতে আসো,
এলোমেলো খোলো চুলগুলো বেঁধে নাও।


আড়মোড়া দিয়ে যখন রেলিংএ ঢেলে দাও
নিজেকে,
যখন আছড়়ে পড়ে ছায়াঘেরা একমুঠো আলো
তোমার-
কপালের দু'পাশে ঝুলে থাকা কোমস চুলে


জেগে ওঠে মন শারদ বাতাসের উষ্ণতায়,
রোমাঞ্চিত হতে থাকে শরীর
শুভ্র বাহুর সৌন্দর্যে, শাশ্বত নীল নীল-তৃষ্ণায়
সিরসিরানি খেলে যায়
শিরায় শিরায়, আছড়ে পড়ে পাড়ে কথার ঢেউ!
সুরে ভাসতে কথা, নিরবপ্রেমে, আমি, ভেসে যাই।


***16.09.2017 - Dhuliyan - 05:15PM***