- মণি জুয়েল(Moni Jewel)


তুমি কি জানো, তোমার উপমায় সব উপমাই
উপমিত হয়ে যায়
মাঝে মাঝে আমার সমস্যা হয়, প্রিয়ে,
নির্বাচনে!


তোমায় গোলাপ বলবো না কি তুমি গোলাপী
তোমায় নদী বলবো না ওই নদীই তুমি!
শ্যামলী বলবো, না শ্যামলপত্রী!
আরও কত কি...
তোমার রঙ, তোমার গন্ধ, তোমার প্রাণ, তোমার ছন্দ,
এই তুমিময় সম্ভার আমায় বিভ্রান্ত করে তোলে!


রহস্যময় সৃষ্টিরা আমায় দিশেহারা করে তোলে-
ও নদীনর্তকী, সাদাগোলাপের পাপড়ি, সবুজসৌন্দর্য্য,
ঋক্ষ-জোনাকী!
শুধু তো এই নয় ভারোন্নত বক্ষ
আমায় বলে মনে করায় ও শৃঙ্গের কথা,
মনে করিয়ে দেয় যো.., মোহনা মিলন জলধি!


তুমি বলো
ডোনা, উপমারা তুমিই, না কি উপমিত?
বিস্মিত দেখি বিস্ময়!
জানো কি, উপমা নয় আসলে তুমি'ই বিস্ময়?


**** 12.05.17 - ধুলিয়ান - 12:50দুপুর ****