খুউব ভয়ে ভয়ে জেগে আছি, অন্ধকার ভীষণ
অন্ধকারে
ডুবে আছে সমাজ
কৃত্রিম আলোয় যারা আলোকিত
আমি তাদের'ই ভয় পাচ্ছি


ঘড়িতে ষোড়শ
সে-ই তখন থেকেই


.
ওরা আলো জ্বালিয়ে পসার জমিয়েছে


.
যেন আঁধার-ই নেই
সাইন্স জ্বলছে


এদিকে সূর্যেরআলো নেই
সমগ্র-সমাজ_আঁধারে নিমজ্জিত
জ্বলছে...পুঁজিবাদ
অন্ধকারে,
আর এই আলোর আঁধারে লালও কাল ভীষণ!


বলার মতো কাউকে পাচ্ছি না, পুড়ে যাচ্ছি!@মণি জুয়েল