বরং ঘুম ভাঙাও হেঁকে, সকাল হোক
- মণি জুয়েল(Moni Jewel)


সলতে পুড়ে পুড়ে ফুরিয়ে গেছে চাঁদের আলো
মানে রাত তো ছিলোই, কিন্তু, এখন
চাদও নেই
দিন তো সেই কবেই হয়েছে শেষ
বড্ড ঘুটঘুঁটে_আনঁধার, তমসা
হাঁটছে, কিছু লোক' দল বেঁধে
তাদের'ই কেউ কেউ হয়তো
পথ চেনে টেনে
অ নু ক্রমে এগোচ্ছো ওরা


কারোর হাতেই টর্চ নেই!


অ নু ক্রমে এগোচ্ছে ওরা
কেউই জানে না
কোথায় যাচ্ছে, শুধু' কল্পনা
ওহ্ কেউ আছো বলে দাও না
আর না হাঁতড়া'তে ঘন আঁধারে
ওরা কেউ-ই চেনে না, চেনে'ই না
ঠিকানা ঠাঁই
তোমরা কি জানো না এ- পূর্বপুরুষ
হাতি নিয়ে, ঘোড়ার বিপরীতে পথ খুঁজেছিলো!