বসে আছি আমি এক বাঁশতলায়
- মণি জুয়েল(Moni Jewel)


এর ভালোও আছে, আবার মন্দও আছে, মেনে নিয়ে
মানিয়ে নিয়ে, আজন্ম, বেশ আছি!
ভাললাগে রাতের সৌন্দর্য, মাথার উপরে নিশাকর
আলতো বাতাস, আর সে বাতাসে ঘষাঘষির শব্দ
বেশ আছি, ঘনরাত হলেও
যখন তখনই খসে খসে পড়ছে পাতা
শ্মশানের মতন এক নিরবতারশব্দে বেশ আছি
প্রায় বলতে শুনি অনেক পুরান'গল্পকথাগুলো
তবে শুধু গল্পই না
অদুর সুদুর অতীতে অনেককিছুই ঘটেছিলো
-                       -                       -
অনেক বীরত্ব জড়িয়ে আছে, এই বাঁশতলায়
অ-নে-ক বড়ত্বও।
অতঃপর..ভাগ হয়ে গেছে, তবুও এলোমেলো
পৃথ্বীর অংসে নেতৃত্বহীন এ' এক পৃথিবীর অংশ
সেইদিন যেমন ছিলো, তেমনই আছে
অতীতের-বিষধর সেই মূল-
মাটির এতো গভীরে যে, শুধুমাত্র নিজঅংশেই না,
ছেয়েছে, পড়শিরও জমি, কোথাও ফসল-সম্ভাবনা
নেই'ই! গজিয়ে উঠলেও আধমরা!
নাহ্ সম্ভাবনাও দেখছিই না।সকাল হতে এখনো দেরি।


×××× 09.03.2018- Dhuliyan-02:25AM ××××


*ঘনরাত= বেশী রাত। *বেশী আঁধার' অর্থে নয়