- মণি জুয়েল(Moni Jewel)


উড়তে'ই থাকুক জমে থাকা চাহিদাগুলো।
উবেই যাক না, কেটলির মুখ দিয়ে,
মেলা ভেজা বিছানা দিয়ে
তবুও চাই


আমি তো জানি, কালই বৃষ্টি হবে
এও জানি, ফুল ফুটবে
ঘন মেঘে টিপ টিপ ঝরঝর ঝরে গেলে...


ওহ্ মণি, তুমি জানো কি ঝরা বৃষ্টিদের?
আসলে ওরা তোমারই
জমে থাকা ভাব অন্তঃঅবঃশূন্যে!


তুমিও চাও
তুমিও ভাসো, উবেই যাও
ভালবেসে অসীম শূন্যে, হেসে হেসে
ঝরে পড়লে বৃষ্টি হয়ে,বুকে নেবেই পৃথিবী।


***21.07.2017-ধুলিয়ান-03:00PM***