চৈত্রের দুপুরে মেহগনি ছায়ায়
- মণি জুয়েল(Moni Jewel)


একে একে লাল_পর্ণ-পরিধান খুলে দিয়ে
সবুজ' করে দিয়ে এ মন, দাঁড়িয়ে আছো,
নিজেকে সাজিয়ে, নীলের মাঝে
উত্থিত করে...
খুবই গরম, শুরু হয়ে গেছে, চোঁয়ানো
গড়িয়ে পড়ছে নোনা' যত জমে থাকা
পুড়েই যাচ্ছো, আমিও, ভিজে যাচ্ছি
নিরাভরণপ্রায় অঙ্গে' পুড়তে পুড়তে!


কেঁপে উঠছে_ উত্তপ্ত-উর্বী'র বুক২


দাঁড়িয়ে'ই আছি, আমি মগ্ন মনেতে!
আঁটকে দিয়ে মন, ওই ডাঁশা-সবুজে
ভুলে গেছি সব, খেয়াল'ই নেই কোন
কেউ দেখছে কিনা, কিছু ভাবছে কিনা
বিভোর আমি-
স্নিগ্ধচ্ছায়, প্রণয়িনি শরীরের
রঙে'র লীলা'য়, মাঝে মাঝে দুলে ওঠায়।
দাঁড়িয়েই আছি, আচ্ছন্ন হয়ে শরীরে-মনে।


××27.03.2018-ধুলিয়ান-02:15PM××


*** ডাঁশা=কচি ***